| ১৮ অক্টোবর ২০২৫
ad728

বাংলাদেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তানের সঙ্গে

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইম : 08-02-2025 ইং
  • 37958 বার পঠিত
বাংলাদেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তানের সঙ্গে
ছবির ক্যাপশন: বাংলাদেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তানের সঙ্গে

পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ। এ জন্য বাংলাদেশে যেসব বাণিজ্যিক সুযোগ সুবিধা আছে তা ব্যবহারের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মাহবুবুল আলম। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউজ। এতে আরও বলা হয়, তিনি পাকিস্তানি কোম্পানিগুলোকে যৌথ উদ্যোগ উদ্ভাবনে উৎসাহিত করেছেন। উৎসাহিত করেছেন শিল্পের কাঁচামাল আমদানি করতে এবং বাংলাদেশের বাজার পরিস্থিতিতে রপ্তানি বৃদ্ধি করতে। 

মাহবুবুল আলম বলেছেন, বাংলাদেশে পাকিস্তানি ব্যবসায়ীদের সম্ভাব্য সব রকম সাপোর্ট দেবে হাইকমিশন। এ বিষয়ে তিনি নিশ্চয়তা দেন। করাচিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে পাকিস্তান কেমিক্যাল অ্যান্ড ডাইস মার্চেন্টস এসোসিয়েশনের (পিসিডিএমএ) চেযারপারসন সেলিম ভালি মাহমুদের নেতৃত্বে একজন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মিটিংয়ে শুক্রবার এসব কথা বলেন মাহবুবুল আলম। 

এ বিষয়ে পিসিডিএমএ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ভালি মাহমুদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডেপুটি হাই কমিশনার। তিনি বলেছেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য প্রয়োজন দ্বিপক্ষীয় বাণিজ্যকে সমৃদ্ধ করা। এ জন্য তিনি ব্যবসায়ী নেতাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিকে উৎসাহিত করেন। বলেন, একে অন্যের বাজার পরিদর্শন করলে নতুন নতুন বাণিজ্যিক সুযোগ উদঘাটিত হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Mukto Awaz - মুক্ত আওয়াজ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল