| ১৮ অক্টোবর ২০২৫
ad728

নারায়ণগঞ্জে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইম : 18-03-2025 ইং
  • 33689 বার পঠিত
নারায়ণগঞ্জে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬
ছবির ক্যাপশন: রোহিঙ্গা বিদ্রোহী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ৫ সদস্যসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  এসময় আসামিদের কাছ থেকে নগদ ২১ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরর গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরবর্তীতে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫)। 

এদিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির শুনানী শেষে ৫ দিন তরে দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ুম খান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহাদাত হোসেন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় বিশ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই মামলায় পাঁচদিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে পুলিশ জানায়, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় এর আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে গোপন বৈঠক করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন (এআরএসএ) পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে আটকের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Mukto Awaz - মুক্ত আওয়াজ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল