সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ -এর বিজয়ী টিমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান। এসময় তিনি বাংলদেশের সকল পর্যায়ের বিশেষ করে স্পোর্টসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে ও ছেলে-মেয়েদের খেলাধুলায় পারদর্শী করতে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তন নিয়ে আসতে স্কুলের সিলেবাসে পরিবর্তন নিয়ে আসার ডাইনামিক পরিকল্পনার কথা জানান।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকের সভাপতি শেখ নাসের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরফরাজ সরফুর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো সম্পর্কে তারেক রহমান বলেন, কোকোর সম্পর্কে বড় ভাই হিসেবে আমি একটা কথাই বলবো একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতো কম বেশি যা দরকার সবই আমার ছোট ভাই কোকোর মধ্যে ছিল। কোকো একজন স্পোর্টসম্যান ছিল, একজন ক্রীড়াবিদ ছিল। আর আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম। আমি একজন রাজনৈতিক কর্মী, কোকো তার অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য অবদান রাখতে। যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছে। কী কী করেছে, কতটুকু করেছে যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন তারা জানেন। সবাই বলছেন এবং ভবিষ্যতেও বলবেন। এতেই প্রমাণিত হয় কিছু হলেও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য ভালো কিছু করেছে কোকো। যে জন্য বড় ভাই হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পুরো বিষয়কে ভিন্নভাবে দেখি। একজন রাজনৈতিক কর্মী ও রাজনীতিবিদের সাথে অনেকগুলো বিষয় থাকে যেমন ক্রীড়া থাকে, তেমন শিক্ষা ব্যবস্থার বিষয় থাকে, যেমন দেশের মানুষের কর্মসংস্থানের বিষয় থাকে, ঠিক তেমনিভাবে দেশের মানুষে স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে।